অলশ সময় কাটাচ্ছে দোকানিরা
রাজনৈতিক অস্থিরতা, প্রলয়ঙ্কারী বন্যা অর্থনৈতিক মন্দার কারনে দেশের বৃহত্তর কাপড়ের পাইকারি বাজারে কাপরের বেচাকেনার একেবারে তলানিতে। অপরদিকে ঘম ঘন লোডশেডিং এর কারনে শিল্পকারখানার উত্পাদনও কমে গছে। উত্পাদনের উপর মুজরী নির্ভরশীল শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। বাবুরহাট ঘুরে দেখাযায় বেচাবিক্রী নেই। একাধিক ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায় দেশের অবস্থা পুরোপুরি স্তিতিশীল না হওয়া পর্যন্ত সাধারন ব্যবসায়ীদের আতঙ্ক কfটবেনা। তাছাড়া কাপরের উত্পাদন কম হওয়ায় মূল্যও বৃদ্ধি পেয়েছ। সব মিলিয়ে ভাল নেই বাবুর হাটের বস্ত্র ব্যবসায়ী