প্রকাশিত সংবাদের প্রতিবাদ

0

 



গত ২০সেপ্টেম্বর শুক্রবার দৈনিক কালবেলা পত্রিকার ২২তম বর্ষ ৩২৮তম সংখ্যায়  প্রথম পাতায় কলামে একটি সংবাদের শিরোনাম ছিল যে  "সাব রেজিষ্ট্রি অফিসের বাদশা নূরে আলম" প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে, উক্ত সংবাদে আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাহা আদৌ সত্য নয়, আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য সংবাদ দাতাকে একটি কুচক্রী মহল প্রতিহিংসা মূলক মিথ্যা তথ্য দিয়ে এই সংবাদটি প্রকাশ করানো হয়েছে সংবাদে প্রকাশ করে যে, আমি ৩০বছর যাবত দলিল লেখক সমিতির সভাপতি যাহা আদৌ সত্য নয়, গত ২০বছর যাবত দলিল লেখকদের ভোটে নির্বাচিত হয়ে সুনামের সাথে  সভাপতির দায়িত্ব পালন করে আসছি, সমিতির নামে একটি টাকাও কারো কাছে থেকে নেই নাই, সারা বাংলাদেশে আপনারা খোঁজ খবর নিয়ে জানতে পারেন  দেশে আমার যাহা সম্পদ আছে তাহা আমার পৌত্রিক সূত্রে পাওয়া, এছারা বিদেশে আমার কোন সম্পদ নাই, মানি লন্ডারিং এর কোন প্রশ্নই আসে না, আইনমন্ত্রণালয়ে আমি কখনো কোন তদবির বানিজ্য করতে যাই নাই, সংবাদে আমাকে শিরোনামে উল্লেখ করা হয়েছে নুরে আলম এটা ভুল প্রকৃত পক্ষে আমার নাম আলহাজ মোঃ নুর আলম ভুইয়া আমি ছাড়াও অন্যদেরকেও জরানো হয়েছে, যাহার সাথে আমার কোন সম্পর্ক নাই, নরসিংদী রেজিষ্টি অফিস স্থানীয় দলিল লেখকদের কমিটি সবকিছু পরিচালনা করেন, এখানে আমার কোন কিছু নাই দৈনিক কালবেলা পত্রিকায় যাহা প্রকাশিত হয়েছে তাহা মিথ্যা বানোয়াট কাল্পনিক মনগড়া তথ্য প্রকাশিত হয়েছে, আমার যাহা কিছু আছে, আয়কর ফাইলে উল্লেখ রয়েছে, আমি এই সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই


আলহাজ মোঃ নুর আলম ভূইয়া,
সভাপতি, বাংলাদেশ দলিল লেখক সমিতি 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)