--- খায়রুল কবির খোকন
হলধর দাস, নরসিংদী থেকে।। আমরা ধর্মীয় চেতনায় বিশ্বাস করি। "ধর্ম যার যার, রাস্ট্র সবার" এটা হলো আমাদের মূল চেতনা। সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত আমাদের বাংলাদেশ।
এখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই একে অপরের মিলেনিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি । আমি যেমন এদেশের প্রথম শ্রেণির একজন নাগরিক, ঠিক আপনিও (হিন্দু)এদেশের প্রথম শ্রণির একজন নাগরিক। এখানে সংখ্যালঘু বলতে কিছুই নেই। একটা দল হিন্দুদের সংখ্যালঘু বানিয়ে রাখতে চেয়েছিলো। তারা হিন্দু সম্প্রদায়ের লোকজনকে তাদের রিজার্ভ ভোট মনে করতো । কিন্তু আমি দেখেছি নরসিংদী সদর আসনে আমি যখন এমপি হয়েছিলাম তখন হিন্দু ভোটার অধ্যুষিত মহিলা কলেজ ভোট কেন্দ্রে আপনারা হিন্দু সম্প্রদায়ের ভোটাররা আমাকে অনেক বেশী ভোট দিয়েছিলেন । আজকে আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে সারা দেশে আপনাদের ধর্মীয় সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে সহযোগিতা করার জন্য স্বেচ্ছাসেবক গঠন করে দিয়েছি । কোন কুচক্রী মহল যেন ছাত্র-জনতার নতুন বাংলাদেশ অর্জনের অর্জিত বিজয়কে বিনষ্ট করতে না পারে। এখানে বিএনপি এবং এর সকল অংগ সংগঠনের নেতাকর্মীরা দিনরাত অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে ।
তিনি মহানবমী ও দশমী পূজার দিনে শনিবার (১২ অক্টোবর) নরসিংদী সদরের বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন। রাতে সেবা সংঘের মোড়ে স্থাপিত পূজা কন্ট্রোল রুমে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে বিএনপি 'র কেন্দ্রীয় নেতা সদর আসনের
সাবেক এমপি খায়রুল কবির খোকন এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পূজা মনিটরিং সেলের আহ্ববায়ক এম এ জলিল ( ভিপি জলিল), জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট বাছেদ ভূঞা, নরসিংদী শহর যুব দল সভাপতি গোলাম কবির কানাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঞা, জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা কবির আহমেদ, নরসিংদী চেম্বারের সভাপতি আব্দুল মোমেন মোল্লা, জেলা বিএনপি নেতা আমিনুল হক বাচ্চু, মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার স্বপ্না আহমেদ ও তার সহকর্মী সানজিদা আক্তার রুমা, ফাতেমা ইয়াসমিন, পারভীন আক্তার সহ অন্যান্যরা সহ নেতা কর্মীরা । এছাড়াও বিএনপি, যুব দল,শ্রমিক দল, ছাত্র দল,স্বেচ্ছা সেবক দলের অসংখ্য নেতা কর্মী।
হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা সুভাষ সাহা, শহর প্রতিমা বিসর্জন কমিটির অন্যতম উপদেষ্টা সিনিয়র সাংবাদিক নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, বিসর্জন কমিটির উপদেষ্টা নরসিংদীর খবর পত্রিকার বার্তা সম্পাদক ও জেলা সুজনের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হলধর দাস, প্রতিমা বিসর্জন কমিটির সভাপতি কাজল সাহা, বিসর্জন কমিটির সাধারণ সম্পাদক নরসিংদী সরকারী কলেজের সাবেক জিএস দীপক কুমার বর্মন প্রিন্স, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, বাবু আশুতোষ সাহা, সুজিত সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক বিশ্বাস,স্বপন বিশ্বাস, সাবেক পৌর কাউন্সিলর তারাপদ সাহা ভূষণ, নরসিংদী চেম্বারের সদস্য পরেশ সূত্রধর, সঞ্জিত সূত্রধর, তপন কুমার দেবনাথ প্রমুখ নেতৃবৃন্দ।
মতবিনিময় শেষে সেবা সংঘ দুর্গা মন্দির সহ শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করে শহরতলী হাজীপুর এলাকায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
#