আড়ং প্রডিউসারদের আয়োজনে আড়ং প্রডিউসারদের ক্রীকেট প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত

0


 

সমাচার প্রতিবেদকঃ মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে শেখেরচর যুবনগর প্রাঙ্গনে আড়ং প্রডিউসারদের আয়োজনে আড়ং প্রডিউসারদের ক্রীকেট প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে আনন্দ মুখর পরিবেষে আলহাজ্ব আলআমিরে সভাপতিত্বে পুরস্কার বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সেন্টার ম্যানেজার পরিতোষ চন্দ্র সরকার(এ পি সি-২)খেলা  উদ্বাধোন করেন হাজী মনির হোসেন মালিক মনির উইভিং ফেক্টরী, প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশ গ্রহন করেন রিপন উইভিং ফেক্টরীরি মারিক আলিমুজ্জামান ভুইয়া রিপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়ার প্রডাকশন অফিসার স্বপন হাওলাদার প্রডাকশন অফিসার মোঃ মমিনুল ইসলাম কিশোরেজভট্রাচার্য ,ফারুক বিন ফাহাদ, মোসা: অনিকা সাত্তার, একাউন্ট অফিসার শুভ চন্দ্র দেবসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এ ছরা আড়ং প্রডিউসারদের আয়োজনে সৌয মধ্যান্ন ভোজ অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)