পাঁচদোনায় মসজিদে গুলি ও হামলা প্রতিবাদ সমাবেস অনুষ্ঠিত
ডিসেম্বর ১৯, ২০২৪
0
নরসিংদীর মাধবদীস্থ পাচদোনা জামে মসজিদে গুলি ও হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছেন মসজিদ কমিটি । বেলা আড়াইটায় প্রতিবাদ সমাবেসে বক্তব্য রাখেন খতিব মাও: মীর বায়জিদ হোসেন, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ লালমিয়া। মসজিদের ইমাম বলেন গতকাল তিনটার দিকে মুসল্লিরা আসরের সুন্নত নামাজ নামাজ আদায় করা কালিন একদল দুর্বিত্ত এলোপাথারি গুলি করতে করতে মসজিদে প্রবেস করে। এসময় মুসল্লিরা ভিতসন্ত্র¯্থ হয়ে মসজিদ ছেরে চলে যায়। মাও: মীর বায়জিদ হোসেন এ ঘটনার বিচার দাবি করেন। মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ লালমিয়া এঘটনার তীব্র নিন্দা জানান ও প্রশাসনের নিকট বিচার দাবি করেন। প্রত্যক্ষ্যদর্শী ফারুখ তার বক্ত্যব্যে বলেন ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন । তিনি দেখেছেন দুর্বিত্তে সংখ্যা অনেক ছিল। তবে কাওছার, আদমআলী, জুম্মান, কামাল ও শাওন পিস্তল চাপাতি নিয়ে মসজিদে হামলা করে। কাওছারের হাতে থাকা পিস্তল দিয়ে এলাপাথারি গুলি করেন। বুধবার ঘটনা ঘটলেও আজ বেলা আড়াইটার দিকে মাধবদী পুলিশ মজিদের ভিতর থেকে গুলি উদ্ধার করেন। পুলিশ এব্যপারে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে বলে সাংবাদিকদের জানান।
Tags