মাধবদী (নরসিংদী) প্রতিনিধি ঃ নরসিংদীর মাধবদী থানাধীন পাঁচদোনা মোড়ে প্রতিপক্ষ মেসাদ্দেক প্রধান গ্রæফের হামলায় লালমিয়া মেম্বার গ্রæফের ৩ জন গুলি বিদ্ধ হয়ে আহত হয়েছে। মাথায় গুলি বিদ্ধ আলম (৫০)কে মুমুর্ষ অবস্থায় ঢামেক হাসপাতালে প্রেরন করা হয়। আহত রনি ও শুভকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তী করা হয়েছে। এসময় মেসাদ্দেক প্রধান গ্রæফের লোকেরা দু‘টি মোটর সাইকেল ও একটি প্রাইভেট কার ভাংচুর করে। এখবর ছড়িয়ে পরলে উত্তেজিত জনতা পাঁদোনা মোড়ে ঢাকা-সিলেট সড়ক অবরোধ করে। এঘটনায় ৪ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। সৃষ্ট হয় যাজটের। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জানাযায় মঙ্গলবার রাত অনুমান ৮ টার দিকে লালমিয়া মেম্বারের ছেলে মোঃ ইব্রাহিম দলীয় কাজ শেষে একই থানার সোনর গ্রাম থেকে একটি প্রইভেট কার ও দু‘টি মোটর সাইকেল যোগে দলীয় কর্মীদের নিয়ে নিজ বাড়ি আসার পথে প্রতি পক্ষের লোকজন অতর্কিতে হামলা চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান উভয় দলই বি এন পি‘র রাজনীতির সাথে জড়িত। এলাকায় প্রভাব বিস্তার কে কেন্দ্র করে এঘটনা । এব্যপারে ইব্রাহিম বাদি হয়ে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।