নরসিংদীর বস্রশিল্পের প্রানকেন্দ্র শেখেরচর বাবুর হাট ও
মাধবদী কাপড়ের বাজার কে
বাদদিয়ে বাইপাস সড়ক নির্মানের
প্রতিবাদে আজ ১২ জানুয়ারী
মাধবদী বাসস্ট্যান্ডে দুপর ১২ টায়
মানব বন্দন ও বিক্ষোভ
সমাবেশ অনুষ্ঠিত হয়। আমরা
মাধবদীবাসীর ভেনারে অনুষ্ঠিত মানব
বন্দনে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন
ও শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতি
ছিল চোখে পড়ার মতো। মানব
বন্দন শেষে সংক্ষিপ্ত সমাশে
বক্তব্য রাখেন মাধবদী থানা
বি এন পি‘র
সভাপতি আবু ছালেহে চৌধুরী ডা.
মোঃ জাকারিয়া, আমান উল্লাহ আমানসহ
বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা
দাবি করেন, মাধবদী- শেখেরচর
বাবুর হাটকে বাদ দিয়ে
ঢাকা-সিলেট মহাসড়কে বাইপাস
সড়ক নির্মন করা হলে
ঐতিহ্যবাহী হাট দ‘টো
ধংস হয়ে যাবে।
ধংস হয়েযাবে শত শত একর
কৃষিজমি। বক্তাগন
আরো বলেন ঢাকা-–সিলেট মহাসড়ক ৬
লেনে উন্নিত হলে মাধবদীর
পাচদোনা মোড় থেকে মাধবদী
পর্যন্ত যোগাযোগের ক্ষেত্রে কোন সমস্যাই থাকবেনা। রক্ষা
পাবে শত শত একর
কৃষিজমি। বক্তারা
হুশিয়ারী ঊচ্চারন করে বলেন গণদাবি
উপেক্ষা করে বাইপাস সড়ক
নির্মান বন্দ করা না
হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কর্মসুচী গ্রহন করা হবে।