নরসিংদী সদর উপজেলার শেখেরচরে ঘরে ঢুকে
সুমনা আক্তার তিথি (১৩) নামের এক ৪র্থ শ্রেণীর ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
দুর্বৃত্তের এলোপাথারী আঘাতে আহত হয়েছেন তিথির মা আসমা বেগম (৪০)। ঘরের ভেতরের বাথরুম
থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে আরেক প্রতিবন্ধী শিশুকে। সোমবার (২৭ জানুয়ারি)
দিবাগত রাত সারে ৯ টার দিকে সদর উপজেলার শেখেরচর-বাবুরহাটে এমদাদিয়া মাদ্রাসা সংলগ্ন মোফাজ্জল হোসেনের বাড়িতে
এ ঘটনা ঘটেছে।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) এমদাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও পরিবারের অন্যান্য স্বজনদের সঙ্গে
কথা বলে জানা গেছে, বাড়ির পাশে নিজের চা-পানের দোকান বন্ধ করে রাত ১০টার দিকে বাড়ি
ফেরেন গৃহকর্তা মোফাজ্জল হোসেন। দ্বিতীয় তলার রুমে ঢুকেই তিনি স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত
অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। এ সময় মোফাজ্জলের এক প্রতিবন্ধী শিশুকে
অক্ষত অবস্থায় পাওয়া যায়। পরশীদের সহযোগীতায় মা আছমা কে মুমূর্ষ অবস্থায় ঢামেক হাসপাতালে প্রেরন করা হয়, পরে তাকে
ঢাকাস্থ পপুলার হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয়।
খবর পেয়ে সার্কেল নরসিংদী , নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমাদাদহোসেন
ডিবি ওসি মো: কামরুজ্জামান শখেরচর পুলিশ ফাড়ির
ইনচার্জ মাসুদ আলম সঙ্গীঅ ফোর্সসহ ঘটনাস্থল
পরিদর্শন করেছেন