মাধবদীতে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্ন হত্যা

0


মাধবদী (নরসিংদী) প্রতিনিধি ঃ পারীবারিক কলহের জের ধরে ৩ সন্তানের জননী স্ত্রী সামছুননাহার (২৫) কে হত্যা করেছে স্বামী রাজু (৩০) । এ গঠনা  গঠেছে গত ১৮ এলিপ্র  বিকেলে  মাদবদী থানার মহিষাসুড়া ইউনিযনের বালুসাইর গ্রামে। স্ত্রীকে হত্যা করে ঘাতক স্বামী দরজা বাইরে থেকে তালা লাগিেেয় পালিয়ে যায়। খবর পেয়ে নরসিংদী থানা পুলিশ নিহতের লাশ উদ্দার করে নরসিংদী মর্গে প্রেরন করে। একই দিন রাতের কোন এক সময় রাজু সদর থানার শেখেরচর বাবুর হাটে একটি ৩ লা বিল্ডিং এর ছাদের পিলারের রডের সাথে বেধে গলায় দড়ি দিয়ে আতœহত্যা করে। রাজু বালুসাইর গ্রামের আলী মিয়ার ছেলে। নিহত সামছুননার একই গ্রামের আঃ আজিজের মেয়ে। উভয়ে স্থানীয় মোশাররফ স্পিনিং মিলের শ্রমিক। ১৯ এপ্রিল সকাল ১০ টার দিকে হাটে আগতরা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে স্থানীয় পুলিশ ফাড়ির ইনচার্জ মাসুদ আলম সঙ্গীয় ফোর্সর্  সহ গটনা স্থলে আসেন। পরে এডিশনাল এসপি মাছুমসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন গটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)